ফের নৌকার মাঝি হলেন পলক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটর-৩ আসন থেকে আবারও নৌকার মাঝি হলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার আনুষ্ঠানিক ভাবে সংসদীয় আসন নং ৬০, নাটোর ৩ আসন সিংড়া সংসদীয় আসনের জন্য তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের তালিকা ঘোষণা করেছেন।
এর আগে সোমবার (২০ নভেম্বর) সকাল এগারোটায় আওয়ামী লীগের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে একইস আসন থেকে মনোনয়ন ফরম জমা দেন পলক তিনবার নির্বাচিত সংসদ সদস্য।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে গত পনেরো বছর ধরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চেষ্টা করেছি। আমার চলনবিলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। এবং সে কারণে আমি দৃঢ়ভাবে আশা করি আমার নির্বাচনী এলাকার যে ৫ লক্ষ জনগোষ্ঠী তাদের জীবনে যে পরিবর্তন আমাদের জননেত্রী শেখ হাসিনা এনে দিয়েছেন। সে উন্নয়ন, সেবা এবং সুশাসনের ওপর আস্থা রেখে আবার আমার নাটোর তিন সিংড়া আসন থেকে বিপুল ভোটে আমরা নৌকা প্রতীককে ইনশাআল্লাহ বিজয়ী করে আনব।
এদিকে মনোনয়ন পাওয়ার পরই ডিজিটাল মাধ্যমে রিমিক্স গানে নৌকার পক্ষে ভোট প্রার্থনা শুরু করেছেন জুনাইদ আহমেদ পলক।
এর আগে সকালে দলের সব মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গণভবনে কথা বলেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কেনেন ৩ হাজার ৩৬২ জন। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ৪ হাজার ২৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। সে হিসাবে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম আগেরবারের চেয়ে ৬৬১টি কম বিক্রি হয়েছে।







